মোবাঃ 01318-380297 (অফিস)
ইমেইলঃ [email protected]
জনাব মোঃ মুনান হাওলাদার, সিএএফও/অর্থর্নৈতিক সম্পর্ক বিভাগ, বিসিএস ( অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের ২৯ –তম ব্যাচের একজন ৫ম গ্রেডভুক্ত কর্মকর্তা। তিনি গত ১৬/১১/২০২৩ খ্রিঃ তারিখে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার হিসেবে সিএএফও/ইআরডি, হিসাব ভবন কার্যালয়ে যোগদান করেন। তিনি ০১/০৮/২০১১ খিঃ তারিখে বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারে যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী এস. জি. এস. হাই স্কুল থেকে ১৯৯৬ খ্রিষ্টাব্দে এস.এস.সি. পাশ করেন এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে পিরোজপুর গভ. সোহরাওয়ার্দী কলেজ থেকে মানবিক বিভাগে এইচ.এস.সি. পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (সামাজিক বিজ্ঞান অনুষদ) থেকে বি.এস.এস. (স্নাতক) এবং এম.এস.এস. (স্নাতকোত্তর) সম্পন্ন করেন। এই সার্ভিসে যোগদানের আগে প্রায় দেড় বছর তিনি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অত্র সার্ভিসে যোগদানের পর তিন বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন (উল্লেখযোগ্য কয়েকটি কোর্স যেমন- TIBAS, BMS, FEEM)। তিনি সিজিএ এবং অডিট বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রেষণে দায়িত্ব পালন করেন।